ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওয়ার্ন তার সবটা আমাকে দিতে চেয়েছিলেন: রশিদ খান
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM
কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে ক্রিকেট বিশ্ব শোকাহত হয়ে পড়েছে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে এই অজি স্পিনার মারা গেছেন। তার মৃত্যু শোক অন্য অনেকের মতো স্তব্ধ করে দিয়েছে বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার রশিদ খানকেও।
ওয়ার্নের মৃত্যু শোকে শনিবার বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের শেষ ম্যাচে মানসিকভাবে প্রস্তুত হতে পারেননি বলে উল্লেখ করেছেন রশিদ খান। জানিয়েছেন, রাতে ভালো ঘুম হয়নি তার। বারবার ঘুম ভেঙ গেছে।
বাংলাদেশের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের প্রথম ইনিংস শেষে রশিদ খান বলেন, ‘বিশ্ব ক্রিকেটের জন্য এটা শোকের সংবাদ। একজন লেগ স্পিনার হিসেবে তার মৃত্যুতে আমি কতটা হতবাক হয়েছি ভাষায় প্রকাশ করতে পারব না। তার পরিবার-বন্ধুদের প্রতি সমবেদনা।’
রশিদ খান জানান, ২০১৯ সালে বক্সিং ডে টেস্টের আগে সাইড লাইনে ওয়ার্নের সঙ্গে বোলিং করেন ওয়ার্ন। ওই স্মৃতির কথা তুলে ধরেন আফগান লেগি। টেস্টে বোলিং করা নিয়ে তার থেকে পরামর্শ নিতে চেয়েছিলেন তিনি। ওয়ার্ন বলেছিলেন, যখনই দরকার পড়বে স্মরণ করলেই তাকে পাশে পাবেন রশিদ।
অথচ গুরু এখন অতীত! রশিদ জানান, মৃত্যূর খবর শুনতেই তার মাথায় এমসিজির স্মৃতি এসে জড়ো হয়েছিল, ‘তার সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল, আমার প্রতি কতটা সদয় ছিলেন তিনি, এসব ভেবেই হৃদয় মুচড়ে উঠেছিল। উনি আমাকে তার অভিজ্ঞতার সবটা দিতে চেয়েছিলেন। এই ম্যাচটায় কীভাবে মাঠে যাব, খেলব ভেবেই পাচ্ছিলাম না। সকালে ঘুম থেকে উঠেও বিশ্বাস করতে পারছিলাম না। ঘটনা সত্য নয়, মনকে এটা বোঝাতে বেশ ক’বার ফোন চেক করেছি।’