ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বালিয়া ইউনিয়ন জেলেদের মাঝে চাউল বিতরণ
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM
মানিক দাস ||
চাঁদপুর সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে নিবন্ধিত ঝাটকা জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত জেলেদের পুনর্বাসন করতে বালিয়া ইউনিয়নে নিবন্ধিত ৭৯১ জন জেলের  মাঝে দুই মাসের খোরাকি হিসেবে ৮০  কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
গতকালর্  শনিবার বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উল্লাহ পাটোয়ারী ওয়ার্ড ভিত্তিক হিসেবে সকাল ৯ টা থেকে চাউল বিতরণ  কার্যক্রম শুরু করেন।
এ সময় তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতে মা ইলিশ রক্ষায় জেলেদের পুনর্বাসন করতে জয়ের প্রতিনিধিদের মাধ্যমে নিবন্ধিত জেলেদের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে দুই মাসের খোরাকি বাবদ ৮০  কেজি করে চাল সুষম ভাবে বন্টন করছি। আমাদের ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক জেলেদের চাল বিতরণ করা হচ্ছে। আমরা চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে জেলেদেরকে পুনর্বাসন করার কাজ করতে। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষি অফিসার টেগ অফিসার ফারুক আহমেদ, মেম্বার কাদির গাজী, জাহিদুল ইসলাম ভুইয়াসহ অন্যান্য মেম্বারগণ।