ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ার গোপালনগর আদর্শ কলেজে পিঠা উৎসব
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আদর্শ কলেজে বসন্তের পিঠা উৎসব-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে বাহারি রঙের প্রায় ১৫০ জাতের গ্রামীণ পিঠা প্রদর্শনী করা হয়। মোট পাঁচটি স্টল মেলার প্রদর্শনীতে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আসাদ উল্ল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ন কবির, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ সোহেল রানা, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, ম্যানেজিং কমিটির সদস্য পারভেজ আলম ও আলমগীর হোসেন।
পিঠা উৎসবে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রামীণ পিঠা প্রদর্শন করে। বসন্তের পিঠা উৎসব দেখে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পিঠা উৎসব সার্থক ও সফল করেন।