ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধাবীদের মাঝে পুরস্কার বিতরণ
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন’র ২য়বর্ষ পূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধার সংবর্ধনা, স্ট্রীট ল্যাম্প উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নূরপুর এম.আলী এন্ড এ. বারী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার।  এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আলী জিন্নাহ, নূরপুর এম.আলী এন্ড এ.বারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. মোসলেহ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক, নূরপুর এম.আলী এন্ড এ. বারী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বাহাদুর, সমাজ সেবক মো. জাহিদ হাসান, মো. কামাল হোসেন, ঠিকাদার আবু তাহের, ইউপি সদস্য মো. ইউনুছ সরকার প্রমুখ।  নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন’র সভাপতি মো. মো. আল আমিন পাটোয়ারির সভাপতিত্বে প্রধান অতিথি ইউএনও আশিক উন নবী তালুকদার বলেন,  শিক্ষার্থীদের মধ্যে যুগোপযোগী শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনায় স্কুলগুলোতে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে এগিয়ে আসতে হবে।
যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম দক্ষ ও মেধাবী জনশক্তি তৈরি করা। উচ্চ শিক্ষায় নেতৃত্বের ভূমিকায় থাকবে বলে আশা করি। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তির প্রসারের সফলতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে তথ্যপ্রযুক্তিসহ জ্ঞান-বিজ্ঞানের সব শাখায় বিশ্বব্যাপী সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারেন, সেভাবে তঁােদর গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এ প্রতিযোগিতার বিশ্বে নিজেকে প্রমাণ কর যে তোমরা এ অজপাড়া গাঁয়ে জন্ম নিয়েও বিশ্বে কৃতিত্বের স্বাক্ষর রেখেছো। এ জন্য তোমাদের ইউটিউবে গান না শুনে, ইউটিউবে ভালো ভালো  শিক্ষামূলক কন্টেন পাবে সেখানে থেকে কিছু শিখতে পারবে। মাদকে থেকে নিজেকে দূরে রাখতে হবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মো. রেজাউল করিম। প্রসঙ্গত, নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে সামাজিক দায়বদ্ধাতা থেকে দরিদ্র ও  মেধাবী শিক্ষার্থীদের মাঝে  শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রি ও কোরবানীর গোশত বিতরণ, গরিব মেয়েদের বিয়ের খরচ বহনসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।