Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM, Update: 06.03.2022 12:43:18 AM
কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হান্নানের সভাপতিত্বে শিক্ষার্থী রেদোয়ান আহমেদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ও চেয়ারম্যান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ড. মো: আতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেক্রেটারী কুমিল্লা জেলা ব্রিকস ফিল্ড মালিক সমিতি আলহাজ্ব মো: ফরহাদ হোসেন ভূঁইয়া, ভাইস প্রিন্সিপাল সেন্ট্রাল মেডিকেল কলেজ ডা: মোহাম্মদ ফজলুল হক লিটন, কুমিল্লা মডেল বহুমুখী সমবায় সমিতি লি: এর সেক্রেটারী ও বিশিষ্ট আইনজীবী এড. মো: এয়াকুব আলী চৌধুরী, কুমিল্লা ক্লাবের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহাম্মদ, গোমতী হাসপাতাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক মিয়া মো: তৌফিক, নির্বাহী সদস্য ও বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর এর সহ-সভাপতি ইফতিয়ার রেজা আশিক আহমেদ শাহীন, নির্বাহী সদস্য মো: নূরুল ইসলাম তোফায়েল, সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম, কলেজ ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসাইন ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজের মধ্যে যা কিছু লুকানো আছে তা তুলে ধরার চেষ্টা কর। তাহলে সামনের পথ হবে মসৃন। সবসময় সত্য কথা বলার চেষ্টা কর, সত্য কথা বলা একটি ভাল গুণ কিন্তু আমরা তা করি না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও পৃথিবীকে বদলে দিয়েছেন এরূপ অসংখ্য মানুষ আছে। তিনি আরো বলেন, ফেসবুক থেকে আমাদের মুক্তি পেতে হবে কেননা ফেসবুক আমাদের জীবনকে নিচের দিকে নামিয়ে দেয়। মেধার মাধ্যমে এ বাংলাদেশকে গড়ে তুলতে হবে। ভালো মানুষ হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। অধ্যক্ষ তাঁর বক্তব্যে কলেজ ছাত্র ফারহান আনজুম মাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার পাশাপাশি নিজেকে সৎ, মেধাবী ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের কাছে দেশ এবং জাতির প্রত্যাশা অনেক। কলেজের সাফল্যের জন্য শিক্ষকদের কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আই.সি.টি প্রভাষক মো: শরীফ হোসেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।