Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM, Update: 06.03.2022 12:43:36 AM
মাদকসহ গ্রেফতার হওয়ার পর অব্যাহতি দেওয়া হয়েছে কুমিল্লার মনোহরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের চার নেতা-কর্মীকে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক মো. আরিফুল হাসান খান বাপ্পী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অব্যাহতি দেওয়া চার নেতা-কর্মী হলেন-মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুদ্দিন আহমেদ পাপ্পু শনিবার বিকালে বলেন, ‘ওই চার জনের মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাই এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে এবং সংগঠনের কেন্দ্রীয় কার্যনিবাহী সংসদের নেতৃবৃন্দকে অবহিত করে যাবতীয় দায়িত্ব থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’
এর আগে, বৃহস্পতিবার রাতে জেলার মনোহরগঞ্জগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিলসহ ওই চার জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় আটক প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৯৭৬৯) মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরণের বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।