ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভস্মীভূত
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM, Update: 06.03.2022 12:43:47 AM
দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভস্মীভূতআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে অগ্নিকান্ডে ৪টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। শনিবার বেলা ১১ টার পর দাউদকান্দি পৌর সদরের সাহাপাড়া গ্রামের মহিউদ্দিন চৌধুরীর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়।
স্থানীয়রা জানান, মহিউদ্দিন চৌধুরীর বাড়ীতে ৪টি ভাড়াটিয়ার একটি ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে তাৎক্ষণিক ছড়িয়ে পরে আশেপাশের ঘর গুলোতে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্ঠা চালায়। সংবাদ পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌছে আগুন নিয়ন্ত্রেণে কাজ করেন। প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভানোর কাজে পৌর ওয়ার্ড কাউন্সিল বিল্লাল হোসেন খন্দকার সুমন ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: তারিকুল ইসলাম নয়ন ,মডেল থানা পুলিশ এবং স্থানীয় লোকজন অংশ গ্রহণ করেন। কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন জানান, পুড়ে যাওয়া ৪টি বসতঘরসহ মালামালের ক্ষয়ক্ষতি পরিমান আনুমানিক প্রায় ৩ লাখ টাকা হবে।