ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী দল ঘোষণা
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে দক্ষ ক্রিকেটারদের নিয়েই দল ঘোষণা করেছে নেলসন মেন্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকা। তবে চোটের কারণে এই সিরিজেও থাকছেন না ফাস্ট বোলার আনরিখ নর্কিয়া।
দক্ষিণ আফ্রিকা দলে যারা আছেন, তেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, ইয়ানেমান ম্যালান, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, ওয়াইন পার্নেল, আন্দিলে ফিকোয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা।
বাংলাদেশের সিরিজের সময়ই হবে আইপিএল। ১১ প্রোটিয়া ক্রিকেটার আইপিএলে খেলবেন। ওয়ানডের জন্য ঘোষিত দলে আইপিএলে বিভিন্ন দলে নাম লেখানো ৮ জন আছেন। ফলে এই দলের সবাইকে পাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে না।
১৮ মার্চ  প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ওয়ানডে হবে সেঞ্চুরিয়নে, দ্বিতীয়টি জোহানেসবার্গে। ৩১ মার্চ প্রথম টেস্ট ডারবানে। ৮ এপ্রিল পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট।