ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ
নিজস্ব প্রতিবেদক:
Published : Monday, 7 March, 2022 at 2:04 PM
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে। ১৯৭১ সালের ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল সমাবেশে দেয়া ওই ভাষণে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চুড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন-‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ
মহান এই দিনটি উপলক্ষে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের  উর্দ্ধতন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অপরদিকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।