ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি হেপাটাইটিস বি পরীক্ষায় যুবক ‘অন্তঃসত্ত্বা’!
Published : Sunday, 6 March, 2022 at 12:00 AM, Update: 06.03.2022 12:44:00 AM
দাউদকান্দি হেপাটাইটিস বি পরীক্ষায় যুবক ‘অন্তঃসত্ত্বা’! আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দিয়ে মোঃ সবুজ মিয়া (২৫) নামের এক যুবক হলেন অন্তঃসত্ত্বা! দাউদকান্দি উপজেলার ওই যুবক বিদেশ যাওয়ার জন্য গত ১ মার্চ রক্তের নমুনা দিয়েছিলেন।
৩ মার্চ তার পরীক্ষার ফলাফল দেওয়া হয়। ফলাফলের প্রতিবেদনে বলা হয় তিনি ‘অন্তঃসত্ত্বা’। নমুনা পরীক্ষা ফলাফলের প্রতিবেদন নিয়ে বিব্রত ও ক্ষুব্ধ প্রকাশ করেন ওই যুবক বলেন, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এধরণের রিপোর্ট অগ্রহণযোগ্য এবং অত্যন্ত নিন্দনীয়। সরকারী প্রতিষ্ঠান থেকে এমনটা মোটেও কাম্য ছিলো না।  ক্ষুব্ধ সবুজ মিয়া বলেন, লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস বি পরীক্ষার জন্য রক্তের নমুনা দেয়া হয়। ৩ মার্চ ফলাফলের প্রতিবেদনে বলা হয় ‘অন্তঃসত্ত্বা’! এখন পর্যন্ত সেটি সংশোধনের ব্যবস্থাও করা হয়নি।
 প্রতিবেদনে সই করেছেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। তিনি বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল ক দেওয়া হয়েছে। এব্যপারে
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন,
হেপাটাইটিস বি পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা নয়। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।