ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
‘শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা’ স্লোগানে ও "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" প্রতিপাদ্যে কুমিল্লার হোমনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে গতকাল বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হোমনা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কোশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রোমাটার মো. আল আমিন। পরে কিশোর-কোশোরী ক্লাব কর্তৃক আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।