ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় এক দিনের প্রাণী সম্পদ প্রদর্শণী
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় এক দিনের প্রাণী সম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ওই প্রদর্শণীর আয়োজন করেন উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল।
মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে প্রদর্শণীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
প্রদর্শনীতে মোট ৪০টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, মুরগিসহ বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। প্রধান অতিথি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বিভিন্ন স্টল পরিদর্শন করে "পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন’ এ প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, কুমিল্লা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, জেলা ট্রেনিং অফিসার চন্দন কুমার পোদ্দার, জেলা ভেটেরিনারি অফিসার ডা.সৈয়দ মো.নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ অফিসার ডা. তানজিলা খন্দকার।
কমিউনিটি এক্সটেশন এজেন্ট ফর লাইভস্টক মো. আবু ইউসুফ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান, গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজজুল করিম দর্জি, বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম, কেরণখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন ভূঁইয়া, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ, শুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, চান্দিনা পৌরসভার কাউন্সিল মো আবু কাউছার, ব্যবসায়ী মোহাম্মদ শামীম হোসেন, শিক্ষানুরাগী খন্দকার মনির, উপজেলা ভেটেনারি সার্জন ডা. সবুজ মনোহর শর্মা প্রমুখ।