ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে ৭০ বছরের বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার
Published : Wednesday, 9 March, 2022 at 12:00 AM, Update: 09.03.2022 12:46:49 AM
মুরাদনগরে ৭০ বছরের বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধারমো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগরে রাতের আধারে ৭০ বছর এক বৃদ্ধার জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। নিজ বসত ঘরে দুর্বৃত্তরা তাকে জবাই করে পালিয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে উপজেলার দারোরা ইউনিয়নের নোয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। জবাই হওয়া মমতাজ বেগম ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ উক্ত ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।  
সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মমতাজ বেগম ঘর থেকে বের না হওয়ায় প্রতিবেশীরা এসে ডাকাডাকি করে। কিন্তুু কোন প্রকার সাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা ধাক্কা দিলে সেটি খোলা পাওয়া যায়। তখন ঘরে ঢুকে দেখে খাটের উপর মমতাজ বেগমের জবাই করা লাশ। এ সময় তাদের শোর-চিৎকারে এলাকাবাসী এসে থানায় খবর দেয়। দুপরে ওসি আবুল হাসিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল পূর্বক লাশটি থানায় নিয়ে আসে। তবে ঘরের সকল মালামাল ঠিক থাকলেও মমতাজ বেগমের গলায় থাকা স্বর্নের চেইনটি দুর্বৃত্তরা নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, ঘরে চুরি করতে আসা চোরকে চিনে ফেলায় তাকে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে মমতাজ বেগমের দেবর-ভাসুর ও তাদের লোকজনেরা গা ঢাকা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো বটি জব্দ করেছে।
মমতাজ বেগমের বড় ছেলে নজরুল ইসলাম বলেন, আমরা ৪ ভাই ৩ বোন। আমি ঢাকায় থাকি। বাকি ৩ ভাই প্রবাসে থাকে। বাড়িতে আমার মা একা থাকতো। কে বা কারা এমন জগন্য কাজ করলো আমি ভেবে পাচ্ছি না। আশা করছি পুলিশী তদন্তে প্রকৃত খুনি বেরিয়ে আসবে।
মুরাদনগর থানার ওসি আবুল হাসিম মঙ্গলবার রাত ৮টায় দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মোবাইল চার্জারের তার দিয়ে মমতাজ বেগমের হাত বাধাঁ ছিল। বুধবার ময়না তদন্তের জন্য লাশটি কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হবে।