অ্যাশেজ ব্যর্থতার পর আবারও ব্যাটিং ধসের মুখে পড়েছিল ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৪৮ রানে হারিয়ে ছিল ৪ উইকেট! বিপদে পড়া সফরকারীদের শেষ পর্যন্ত উদ্ধার করেছেন জনি বেয়ারস্টো। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে অ্যান্টিগা টেস্টের প্রথম দিন স্বস্তিতে কাটাতে পারলো ইংল্যান্ড। দিন শেষে তাদের প্রথম ইনিংসে স্কোর ৬ উইকেটে ২৬৮ রান।
ইংল্যান্ড অ্যাশেজের শেষ টেস্ট থেকে ৬টি পরিবর্তন এনেছিল। স্লো পিচে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শুরুতে। তার পরেও ইংলিশদের ব্যাটিং দুর্বলতা ঢেকে রাখা গেলো না। প্রথম সেশনে হারায় ৪ উইকেট।
সাজঘরে ফেরার তালিকায় ছিলেন অধিনায়ক জো রুটও। কেমার রোচের বলে ১৩ রানে ফিরেছেন। অভিষেক হওয়া অ্যালেক্স লিস প্রত্যাশা মেটাতে পারেননি শুরুতে। মাত্র ৪ রানে বিদায় নিয়েছেন। আরেক ওপেনার জ্যাক ক্রলিও ৮ রানে অনুসরণ করেছেন তাকে। ড্যান লরেন্সও ২০ রানে ফিরলে এর পর বেয়ারস্টো টেস্ট ব্যাটিংয়ের অনুপম প্রদর্শনী করেছেন পুরোটা সময়। বেন স্টোকসের সঙ্গে ৬৭, বেন ফোকসের সঙ্গে ৯৯ রানের পার্টনারশিপ গড়েছেন। স্টোকস ৩৬ রানে ফিরলেও ৪২ রান করেছেন ফোকস। তার পর ক্রিস ওকস সঙ্গী হয়েছেন বেয়ারস্টোর। দুজনে ৫৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অপরাজিত রয়েছেন। ২১৬ বল খেলা বেয়ারস্টো ১০৯ রানে অপরাজিত রয়েছেন। ক্রিস ওকস রয়েছেন ২৪ রানে।
৬টি উইকেটই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসাররা। দুটি করে নেন কেমার রোচ, জেইডেন সিলস ও জেসন হোল্ডার।