ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রোমানিয়া থেকে দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিক
Published : Wednesday, 9 March, 2022 at 12:18 PM, Update: 09.03.2022 12:34:41 PM
রোমানিয়া থেকে দেশে ফিরলেন ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ নাবিকরোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে দেশে ফিরেছেন আটকেপড়া ‘বাংলার সমৃদ্ধি’র ২৮ বাংলাদেশি নাবিক। বুধবার (৯ মার্চ) দুপুর ১২টা ১ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাওহীদ আল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসসি'র মহাব্যবস্থাপক (শিপ পার্সোনাল) ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ২৮ নাবিক ক্রু দুপরে দেশে আসছেন। তবে নিহত নাবিক হাদিসুরের লাশ তাদের সঙ্গে আসছে না। পরবর্তীতে তার লাশ দেশে আনা হবে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফির্সাস অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) সভাপতি ক্যাপ্টেন মো. আনাম চৌধুরী বলেন, বুধবার ভোর ৩টায় তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমানিয়া থেকে রওনা দেন। দুপুর সোয়া ১২ টার দিকে তারা ঢাকা বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছি।  

এদিকে ২৮ নাবিক-ক্রু দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বাংলার সমৃদ্ধি জাহাজের প্রদান প্রকৌশলী মো. ওমর ফারুক তুহিনের ছোটভাই ওমর শরীফ তুষার বলেন, দুপুরে আমরা বড়ভাই দেশে ফিরছেন। এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। বড় ভাইয়ের স্ত্রী-সন্তানসহ আমরা সবাই থাকবো বিমানবন্দরে।

বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক-ক্রুরা হলেন- জি এম নুর ই আলম, মো. মনসুরুল আমিন খান, সেলিম মিয়া, রমা কৃষ্ণ বিশ্বাস, মো. রুকনুজ্জামান রাজিব, ফারিয়াতুল জান্নাত তুলি, ফয়সাল আহমেদ সেতু, মোহাম্মদ ওমর ফারুক, সৈয়দ আসিফুল ইসলাম, রবিউল আউয়াল, সালমান সরওয়ার সামি, ফারজানা ইসলাম মৌ, মো. শেখ সাদি, মো. মাসুদুর রহমান, মো. জামাল হোসাইন, মোহাম্মদ হানিফ, মো. আমিনুর ইসলাম, মো. মহিন উদ্দিন, হোসাইন মোহাম্মদ রাকিব, সাজ্জাদ ইবনে আলম, নাজমুল উদ্দিন, মো. নজরুল ইসলাম, সরওয়ার হোসাইন, মো. মাসুম বিল্লাহ, মোহাম্মদ হোসাইন, মো. শফিকুর রহমান, মো. আতিকুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।  

১৮০ মিটার দৈর্ঘের বাল্ক ক্যারিয়ার বাংলার সমৃদ্ধি জাহাজ তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে জলসীমায় নোঙর করে। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি উদ্ভূত হলে অলিভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক-ক্রু নিয়ে ওখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে।  বাংলাদেশ সময় বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিট ও ইউক্রেণ সময় ৫ টা ২৫ মিনিটে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলার ঘটনা ঘটে। এতে বিস্ফোরণে মারা যান জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে থাকা বাকি ২৮ নাবিক-ক্রু। এরপর টাগবোটের সাহায্যে বেঁচে থাকা ২৮  নাবিক-ক্রু’দের বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় তীরে আনা হয়। তাদের রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় সড়কপথে যাত্রা শুরু করে। রবিবার (৬ মার্চ) সন্ধ্যায় ২৮ নাবিক-ক্রু রোমানিয়ার একটি হোটেলে পৌঁছে। বুধবার (৯ মার্চ) দেশের উদ্দেশ্যে তারা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন।