‘স্থায়ীভাবে কারেন্ট জাল বন্ধের চেষ্টা করছে নৌ পুলিশ’
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM
স্থায়ীভাবে কারেন্ট জাল বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল এলাকায় বুধবার দুপুরে জাটকা সংরক্ষণ অভিযানের মতবিনিময় সভা ও নৌ-শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজিপি এসব কথা বলেন।
স্থায়ীভাবে কারেন্ট জাল বন্ধে অভিযানের সক্ষমতা বাড়াতে নৌ পুলিশের পক্ষ থেকে সব ধরনের ‘লজিস্টিক সাপোর্ট’ দেওয়ার কথা জানান তিনি।
আইজিপি মো. শফিকুল বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী জাল উৎপাদন করে থাকে। নৌ পুলিশের অভিযানে শত শত কোটি টাকার জালও জব্দ করা হয়েছে।
“আমরা স্থায়ীভাবে কারেন্ট জাল বন্ধ করার চেষ্টা করছি,” বলেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, “আমরা মাছে-ভাতে বাঙালি। বাংলাদেশ বর্তমানে মাছ উৎপাদনে অনেক এগিয়েছে। বিশ্বের ৮৬ শতাংশ ইলিশ দেশে উৎপাদিত হয়। এক সময় ইলিশ শীতকালে পাওয়া না গেলেও এখন পাওয়া যাচ্ছে।”