ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রাতের চেয়ে দিনের তাপমাত্রা বাড়তে পারে
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM
চলতি সপ্তাহে তাপমাত্রা বেড়েছে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগামী শনিবার পর্যন্ত এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে শহর এলাকায় রাতের তুলনায় দিনের তাপমাত্রা বেশি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩৪,  ময়মনসিংহে ৩২ দশমিক ৬, চট্টগ্রামে  ৩০ দশমিক ৫, সিলেটে ৩৫, রাজশাহীতে ৩২ দশমিক ৬,  রংপুরে ৩২ দশমিক ৬, খুলনায় ৩৩ এবং বরিশালে আজ ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া বলেন, চলতি সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে? রাতের তুলনায় দিনের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা বেশি থাকতে পারে, বিশেষ করে শহর এলাকাগুলোতে।
এদিকে আবহাওয়া অধিদফতর  জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।