হোমনায় ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM
শফিকুল ইসলাম পলাশ, হোমনা ||
কুমিল্লার হোমনায় করোনা মহামারি/দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় সামাজিক সংগঠনের প্রতিনিধি, ভলান্টিয়ার এবং শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক মিয়া, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা নাহিদ আহমেদ জাকির, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর (ইউডিএফ) খালিদ মোস্তাফিজ ও হোমনা ফায়ার সার্ভিসের লিডার মাসুম মিয়া।