লাকসামে ভয়াভহ অগ্নিকাণ্ড ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM
মোহাম্মদ আবদুর রহিমঃ
কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার ৯ মার্চ দুপুর ২টায় পৌরসভার ৭ নং ওয়ার্ড দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা সংলগ্ন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রাথমিক ভাবে জানা যায়, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুটি ঝুঁটের কারখানা, একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা জানায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তারা আরো বলেন ফায়ার সার্ভিস দেরিতে আসায় এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এ নিয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা এক পর্যায়ে স্থানীয়রা উত্তেজিত হয়ে গেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মধ্যস্থতা স্থানীয়রা শান্ত হন বলে জানা গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহজান মজুমদার বলেন, কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি, তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে এই তিনটি দোকানে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা মহিলা মাদক কারবারিসহ দুই জন আটক
সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩০ কেজি গাঁজা এক মহিলা মাদক কারবারীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ও ওসি তদন্ত মো. মাকসুদ আলম জানান- গোপন
সংবাদের ভিত্তিতে খবর পান যে গতকাল ৮ মার্চ বেলা পৌনে ২টায় কুমিল্লা বাগড়া সড়কের কালিকাপুর সিএনজি স্ট্যান্ডে
কতিপয় মাদক কারবারি অবস্থান করছে। তাৎক্ষনিক থানার এসআই মোস্তফা আল মামুন, এএসআই ওয়াহিদ উল্লাহ, এএসআই শাহজালাল, রেজাউল মিয়াসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।
এসময় ৩০ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার মন্দভাগ গ্রামের মৃত. আব্দুস ছামেদের কন্যা শান্তা
আক্তার আঞ্জু ( ৩৫) একই জেলা ও উপজেলার কোল্লাপাথর গ্রামের আবদুর রাজ্জাকের বাড়ীর কামাল হোসেনের ছেলে মো. কিবরিয়া (২০) দ্বয়কে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।