ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি অসাধু ব্যবসায়ীদের ৫ লাখ টাকা অর্থদণ্ড
Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM, Update: 10.03.2022 12:40:54 AM
দাউদকান্দি অসাধু ব্যবসায়ীদের ৫ লাখ টাকা অর্থদণ্ডআলমগীর হোসেন,দাউদকান্দি।
দাউদকান্দিতে বাজারে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান এর নেতৃত্ব্যে কয়েক দিন যাবৎ অভিযান চলছে। বুূধবার বিকালে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে অসাধু ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড করা হয়। অভিযোগ ছিলো ভোক্তারা ভোজ্য তেলের দাম নির্ধারিত দামের বেশি টাকা দিয়ে তেল কিনছিলো।
এমন খবরের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম খান ইলিয়টগঞ্জ বাজারের সয়াবিন তেল কোম্পানির পরিবেশক 'জেটিএম এন্টারপ্রাইজ 'কে ডিলিং লাইসেন্স না থাকায় এবং এনবিআরকে করফাঁকির দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেন।
এসময় স্থানীয় সাংবাদিকদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, জসীম উদ্দিনের পরিচালনাধীন জেটিএম এন্টারপ্রাইজকে বেশি দামে সয়াবিন তেলের মূল্য রাখায়, সরকারি রাজস্ব ফাঁকির কারণে ও কোম্পানির ডিলিং লাইসেন্স না থাকায়, অত্যাবশীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৯(৬) এর ১ ধারায় ৫ লাখ টাকা এই জরিমানা করা হয়েছে।