Published : Thursday, 10 March, 2022 at 12:00 AM, Update: 10.03.2022 12:41:44 AM
রহিমা মিতু:
কুমিল্লায়
যেমন টেকসই উন্নয়ন হয়নি, তেমনি উন্নয়ন কাজে করতে গিয়ে বিশৃঙ্খলাও ছিলো
প্রচুর। মেয়র নির্বাচিত হলে টেকসই উন্নয়নে বিশেষভাবে নজর দেয়া হবে এমন দৃঢ়
প্রতিশ্রুতি জানিয়েছেন কুমিল্লা সিটি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বিএনপি
নেতা ও ব্যবসায়ি কাউসার জামান বাপ্পি। তিনি গতকাল সন্ধ্যায় দৈনিক কুমিল্লার
কাগজের অনলাইন প্লাটফর্ম সিকেটুয়েন্টিফোর.কম এর ‘ভোটের মাঠে কথার লড়াই’
অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কাউসার জামান বাপ্পি কুমিল্লা
দক্ষিণ জেলা বিএনপির সদস্য এবং আলহাজ¦ মুহাম্মদ নুরুল হক ফাউন্ডেশনের
চেয়ারম্যান। এছাড়া তিনি একজন ব্যবসায়ী। অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি
কর্পোরেশন নির্বাচনে নিজের সম্ভাব্য প্রার্থীতা জানান দিয়ে তিনি ইতিমধ্যে
রাজনৈতিক কর্মকান্ড-কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে
নির্বাচনে প্রতিদ্বন্ধীতার কথা জানান দিয়েছেন।
কাউসার জামান বাপ্পি
জানান, আমি নগরবাসীকে নতুন কুমিল্লা উপহার দিতে চাই। যাবতীয় সমস্যা সমাধান
করে নগরবাসীর দূর্ভোগ লাঘবে সব সময় সচেষ্ট থাকাই আমার মেয়র হবার প্রধান
উদ্দেশ্য। নতুন কুমিল্লা নিয়ে অবাস্তব প্রতিশ্রুতি দিতে চাইনা।
গতানুগতিকভাবে না করে বাস্তবমুখী এবং বিকল্প পদ্ধতিতে কুমিল্লাকে সাজানোর
পরিকল্পনা আমার। এজন্য নগরবাসী, পরিকল্পনাবিদ এবং সুশীল সমাজের সবাইকে
সমন্বিত ভাবে কাজ করার জন্য আমার প্রয়াস থাকবে।
তিনি আরো জানান, আগে
দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন গড়তে হবে। কুমিল্লার সম্মানিত নগরবাসীর কাছ
থেকেই জানতে হবে কি কি প্রধান সমস্যা আছে। কুমিল্লা ছিলো ত্রিপুরা রাজ্যের
রাজধানী, কিন্তু আমরা সে অনুযায়ী তো এ’গুতেই পারিনি । বরং পিছিয়ে গেছি।
সিটি কর্পোরেশনকে উন্মুক্ত করে কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিক সেবার
জন্য যেন সিটি কর্পোরেশনে না আসতে হয়, বরং সেবা পৌঁছে যাবে নাগরিকদের
দোরগোড়ায় সে চেষ্টাই আমার থাকবে। সরকারি বরাদ্দ ঠিক মত কাজে লাগছে কি না?
সে বরাদ্দ সঠিক সময়ে টেকসই উন্নয়ণে কাজে লাগছে কি না সেটাই নিশ্চিত করতে
হবে।
কাউসার জামান বাপ্পি বলেন, আমি কুমিল্লায় একটি আইটি পার্ক করে
কর্মসংস্থান তৈরী করতে চাই। যেন তরুণরা সহজেই স্বাবলম্বী হতে পারে। মাদকের
উচ্ছেদ করতে হবে। ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে আধুনিক প্রযুক্তিগত
উন্নয়ণ সাধন করবো। বিকল্প পথ তৈরী করে নগরীর যানজট নিরসনে কাজ চালাতে হবে।
অনুষ্ঠানে
দর্শকদের এক প্রশ্নের জবাবে কাউসার জামান বাপ্পি জানান, দল চাইলেই আমি
নির্বাচন করবো। এজন্যই আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। দল নির্বাচন করলে আমি
আশা করছি অবশ্যই মনোনয়ন পাবো। আর আমার মেয়র হবার একমাত্র প্রত্যাশা হলো-
জনগণের সেবা। কুমিল্লাবাসীর সেবা করা। আমি এই কুমিল্লার সন্তান, আমি চাই
কুমিল্লাবাসীর দায়িত্ব নিয়ে সেবা করতে। এতদিন কুমিল্লাবাসী যেসব সেবা থেকে
বঞ্চিত হয়েছে সেসব সেবাগুলো তাদের কাছে পৌঁছে দিতে।