মারিওপোলে শিশু হাসপাতালে বোমা হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই ঘটনাকে তিনি ভয়াবহ বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন।
এক টুইটে তিনি বলেন, ‘সাধারণ মানুষ এই যুদ্ধের সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে। তাদের জন্য কিছুই করা হচ্ছে না।’
তিনি জোর দিয়ে বলেন, এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। এখনই এই রক্তপাত বন্ধ করুন।
ইউক্রেনের অভিযোগ যুদ্ধবিরতি ভঙ্গ করে হাসপাতালে হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ১৭ জন ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছেন।
সূত্র: বিবিসি