ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অস্ট্রেলিয়ার পতাকা জড়িয়ে দেশের পথে ওয়ার্নের মরদেহ
Published : Thursday, 10 March, 2022 at 1:47 PM
অস্ট্রেলিয়ার পতাকা জড়িয়ে দেশের পথে ওয়ার্নের মরদেহঅবশেষে প্রায় এক সপ্তাহ পর থাইল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় নেওয়া হচ্ছে শেন ওয়ার্নের মরদেহ। অস্ট্রেলিয়ার জাতীয় পতাকায় মুড়িয়ে বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন নিথর ওয়ার্ন।

আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পূর্ণ মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে শেষ বিদায় জানানো হবে ওয়ার্নকে। তার আগে আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা) মেলবোর্নের এসেন্ডন বিমানবন্দরে পৌঁছাবে ওয়ার্নের মরদেহ।

এর আগে বৃহস্পতিবার থাইল্যান্ড সময় সকাল ৮টা ২৪ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ২৪ মিনিট) ডন মুয়েয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছে অস্ট্রেলিয়ার পতাকা দিয়ে মোড়ানো ওয়ার্নের মরদেহ বহনকারী বিমান।

থাই পুলিশের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হয়েছে ওয়ার্নকে বহনকারী কফিন। সেই কফিনটি অস্ট্রেলিয়ার পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে।