চলতি মাসের শেষের দিকে নিজের শৈশবকালীন আদর্শ কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ানার্র। ওয়ার্নকে হারানোর শোক ভুলতে সময় লাগবে বলে মন্তব্য করেছেন বর্তমানে পাকিস্তানে অবস্থানরত এই ক্রিকেটার। ছুটি কাটাতে থাইল্যান্ড গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত সপ্তাহে মারা যান ৫২ বছর বয়সী ওয়ার্ন। ওয়ার্নের মৃত্যু পাকিস্তান সফরে থাকা পুরো অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নাড়া দিয়েছে।
আগামী শনিবার থেকে করাচিতে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। টেস্টের আগে ওয়ানার্র বলেছেন, ‘এখনও পুরোপুরি ভোলা যায়নি।’ তিনি আরো বলেন, খবরটি প্রথম শোনার সময় মনে হয়েছিল এটি রসিকতা।
আগে থেকেই সীমিত ওভারের সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেয়ায় লাহোরে ২৫ মার্চ থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টের পর দেশে ফিরবেন বলে জানান ওয়ার্নার।
আগামী ৩০ মার্চ ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন ওয়ার্নার।
তিনি আরো বলেন, অবশ্যই এটি প্রত্যেকের জন্য অত্যন্ত আবেগঘন বিষয়। সেখানে অনেক মানুষ তাকে শ্রদ্ধা জানাবে। আপনি সারা বিশ্বের দিকে তাকান, লাখ-লাখ মানুষের হৃদয় জয় করেছেন তিনি।
ওয়ার্নের আর্দশে বড় হয়েছেন বলে জানান ওয়ার্ন। তিনি বলেন, ছোটবেলায় আমি দেয়ালে তার পোস্টার লাগিয়েছিলাম। আমি ওয়ার্নের মতো হতে চেয়েছিলাম।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলের হয়ে পাকিস্তান সফরে আসা ওয়ার্নার স্থানীয়দের হৃদয় জয় করেছেন। নিরাপত্তার কারণে দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
ওভারের মাঝে স্টেডিয়ামে বাজানো গানে দর্শকদের সাথে নাচের অঙ্গভঙ্গি দেখিয়ে দর্শকদের বিমোহিত করেছেন ওয়ানার্র।
ওয়ানার্র বলেন, আমরাও বিনোদন প্রদানকারী। আমি মাঠে না খেললে ভক্তদের সাথে উদযাপন করতাম।
দীর্ঘ বিরতির পরও পাকিস্তানের সমর্থকদের মন জয় করে নিতে চায় অস্ট্রেলিয়ানরা, এমনই ইঙ্গিত ওয়ানার্রের। তিনি বলেন, ‘এই জায়গাটি সম্পর্কে বলার মতো দুর্দান্ত শব্দ ছাড়া আমার কাছে আর কিছুই নেই।’