সাকিবকে ভীষণ মিস করবেন তাসকিন
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
মানসিক
ও শারীরিক অবসাদ কাটাতে দণি আফ্রিকা সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব আল
হাসান। বিসিবি তার ইচ্ছের গুরুত্ব দিয়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম
দেওয়া হয়েছে বাঁহাতি অলরাউন্ডারকে। ফলে তাকে ছাড়াই দণি আফ্রিকা সফরে
যাচ্ছে বাংলাদেশ দল।
অবশ্য প্রাণভোমরা একজনের না থাকা মানেই দলের জন্য
সেটি বাড়তি চাপ। ব্যাটিং-বোলিংয়ে ডাবল রোল প্লে করে থাকেন সাকিব।
বৃহস্পতিবার তাসকিন জানালেন দণি আফ্রিকায় দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটারকে
মিস করবেন তারা, ‘অনেক মিস করবো। সাকিব ভাই তো সবসময় এক্স-ফ্যাক্টর। উনি
থাকলে যে কোনও দলের জন্য ভালো হয়। ’
আগামী ১১ মার্চ দণি আফ্রিকা সফরে
যাবে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী চার ভেন্যুতে ১৮ মার্চ থেকে ১২ এপ্রিল
পর্যন্ত দুই ফরম্যাটের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৮ মার্চ সেঞ্চুরিয়নের
সুপার স্পোর্ট পার্কে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২০ মার্চ জোহানেসবার্গ এবং ২৩
মার্চ সুপার স্পোর্ট পার্কে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। ডারবানে ৩১
মার্চ থেকে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথের
কেবেরায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।