বুড়িচংয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া র্যালি ও আলোচনা সভা
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং।।
"মুজিবর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" এ প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বুড়িচং উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নের বুড়িচংয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া র?্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র?্যালি বের হয়।র?্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও ভূমি কম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া বিষয়ক অনুষ্ঠিত হয়। ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান সরকার এর নেতৃত্বে সংশ্লিষ্ট বিষয়ে একদল চৌকস ফায়ার সার্ভিস বাহিনী নিয়ে মহড়া প্রদর্শন করে।
ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া র?্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন এবং অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা মাঈদুল মোর্শেদ মুরাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পান্না আক্তার মাহবুব।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আফিয়া আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আবদুল আউয়াল, বুড়িচং ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আতাউর রহমান সরকার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুম বিল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা এম নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ময়নাল ফকির। আরো উপস্থিত ছিলেন বাকশীমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, বুড়িচং সদর ইউপি সচিব হাজী মোঃ জাহাঙ্গীর আলম, পীরযাত্রাপুর ইউপি সচিব আবুল মনসুর মুজুমদার রাজিব, বাকশীমুল ইউপি সচিব মোসাঃ মারজানা আক্তার, ষোলনল ইউপি সচিব মোঃ খাবির উদ্দিন, ভারেল্লা দঃ ইউপি সচিব মোঃ আবদুর রহমান ভূইয়া, ভারেল্লা উঃ ইউপি সচিব হামিদা খাতুন, ময়নামতি ইউপি সচিব মোঃ আবদুল কুদ্দুস মজুমদার সোহেল রানা ও রাজাপুর ইউপি সচিব শাহিনুর উদ্দিন, পিআইও কার্যালয়ের অফিস সহকারী মনজুর আলম খান, হাজী মোঃ হুমায়ুন কবির,বাপ্পি চক্রবতী, শাহাদাত হোসাইন, মোঃ ফখরুল ইসলাম সহ আরো অনেকে। মহড়া, র?্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহণ করে বুড়িচং আনন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় ও কালিনারায়ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী।