বার্ডে স্বাস্থ্য ক্যাডারের বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
অদ্য ১০ মার্চ ২০২২ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৪৬তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরো বলেন, চিকিৎসকগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসে যারা জনসেবায় নিয়োজিত তাঁদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকবৃন্দ। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানান। সমাপনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মইনুল হক খান, সহকারী পরিচালক (প্রশাসন), স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা। এ কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বার্ডের পরিচালক (প্রশাসন) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। এ কোর্সের সহযোগী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ফরিদা ইয়াসমিন, উপ-পরিচালক, বার্ড। এছাড়া কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের সহকারী পরিচালক জনাব কামরুল হাসান। এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০জন কর্মকর্তা। সার্বিক ফলাফল বিবেচনায় ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন ডাঃ শারমিনা হক।