ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM, Update: 11.03.2022 2:33:32 AM
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানাজহির শান্ত: সয়াবিন তেলের দাম বৃদ্ধির হুজুগে কুমিল্লার বিভিন্ন এলাকায় বোতলের গায়ের মূল্য তুলে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে। আর কোথাও কোথাও বোতলের গায়ের মূল্য তুলে নিজেদের মতো করে বেশি দামের স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ মার্চ) কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অভিযোগের সত্যতা মেলায় কুমিল্লার চকবাজার ও ঢুলি পাড়া এলাকার তিন দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলাম জানান, বিভিন্ন সূত্রে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সা‌ড়ে ১০টা থে‌কে দেড়টা পর্যন্ত কু‌মিল্লার সদর দ‌ক্ষি‌ণের ঢু‌লিপাড়া এবং সদ‌রের চকবাজার এলাকায় তদার‌কি অ‌ভিয‌ান প‌রিচালনা করা হয়। এ সময় বোত‌লের গা‌য়ে মু‌দ্রিত মূল‌্য মু‌ছে তদার‌কি দ‌লের সদ‌স্যের কা‌ছে বে‌শি দা‌মে তেল বি‌ক্রি করায় ‌মেসার্স ফ্রেন্ডস ডিপার্টমেন্টাল স্টোর‌কে ৮হাজার টাকা জ‌রিমানা করা হয়। অন‌্যদি‌কে গা‌য়ের মূল‌্য তু‌লে ফে‌লে নি‌জে‌দের ম‌তো ক‌রে বে‌শি দা‌মের স্টিকার লা‌গি‌য়ে তেল বি‌ক্রি করায় চকবাজার এলাকার তাকওয়া অনলাইন শপ‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়। আর মুল‌্য তা‌লিকা না রাখায় একই এলাকার সি‌টি ডিপার্টমেন্টাল স্টোর‌কে ৪ হাজার টাকা জ‌রিমানা করা হয়।
জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে বলেও জানান তিনি।