ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে উৎসবমুখর ভোট
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM, Update: 11.03.2022 2:33:40 AM
কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে উৎসবমুখর ভোটজহির শান্ত ।।
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২২-২৩ বর্ষের নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটার-আইনজীবীগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ১৫টি পতে দুটি প্যানেলে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যপরিষদ প্যানেল। এছাড়াও স্বতন্ত্র প্যানেল থেকে একজন প্রার্থী হয়েছেন। আজ সকাল অথবা দুপুরে এ নির্বাচনের ফলাফল ঘোষণা হতে পারে বলে জানা গেছে।
গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে উৎসবমুখর পরিবেশের চিত্র। দুটি প্যানেলের প্রার্থী-সমর্থক ও ভোটারদের উপস্থিতিতে নির্বাচনী উৎসব বিরাজ করে কুমিল্লার আদালত প্রাঙ্গণে। ভোটাররা জানালেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে স্বচ্ছ্ব ভোটগ্রহণ হচ্ছে। নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে উৎসবের আমেজ। আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার ১১৫৪ জন।
এ বিষয়ে জানতে চাইলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের নির্বাচন সমন্বয়ক ও জেলা জজ আদালতের পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্বাচনের শুরু থেকেই আমাদের প্যানেলের প্রার্থী ও সমর্থকরা ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছেন। ভোটাররাও আমাদেরকে আশ্বস্থ করেছেন। আশা করছি আমরা পূর্ণ প্যানেলে বিজয়ী হতে পারবো। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেল বিজয়ী হলেই জেলা আইনজীবী সমিতির উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
অপরদিকে নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের জয়ের ব্যাপারেও শতভাগ আশা ব্যক্ত করেন এডভোকেট কাইমুল হক রিংকু। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে আদালত প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। কুমিল্লার আইনজীবীগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলা আইনজীবী সমিতির অনেক সদস্য কুমিল্লার বাইরে থাকেন; তারাও এসে ভোট দিয়েছেন। আশা করছি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
এবারের নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন সভাপতি মো: আহছান উল্লাহ্ খন্দকার, সাধারণ সম্পাদক মো: আবু তাহের, সহ সভাপতি মোঃ আবদুল মান্নান মজুমদার, মোঃ নূরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ মোঃ আমির হোসেন খাঁন, লাইব্রেরী সম্পাদক সঞ্জয় কুমার সরকার, এনরোলমেন্ট সেক্রেটারিসৈয়দ শাহিদুল আহসান টিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এ এম এম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি শাহাব উদ্দিন, সদস্য আবদুল হান্নান লিটন, ফাহমিদা রহমান সুপ্তি, মোঃ জহিল আহাম্মেদ, খোরশেদ আলম এবং মোঃ ওমর ফারুক।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোঃ তারেক আবদুল্লাহ্, সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, সহ সভাপতি মো. অহিদুর রহমান সরকার, সহ সভাপতি মো. এয়াকুব আলী, সহ সাধারণ সম্পাদক মো. এয়াকুব আলী চৌধুরী, ট্রেজারার মোঃ আবদুল বাতেন মজুমদার, লাইব্রেরি সেক্রেটারি মো. লোকমান আহমেদ, এনরোলমেন্ট সেক্রেটারি মোঃ আবদুস সবুর, আইটি সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান, রিক্রিয়েশন সেক্রেটারি মোঃ কাজী আবদুল কাইয়ুম মিন্টু, সদস্য মোঃ আবু জাফর, ফাহিমা আক্তার, কামরুন নাহার, মোঃ মিজানুর রহমান এবং মোঃ নুরুল ইসলাম।