তদন্তে এবার রেলের কমিটি
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
ঢাকা-চট্টগ্রাম
রেলপথের কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে
তিন স্কলছাত্রী নিহতের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে চার সদস্যের আরও একটি তদন্ত
কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম বিভাগীয়
রেলওয়ের ব্যবস্থাপক মুহম্মদ আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি
বলেন, কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর লেভেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে
তিন স্কুলছাত্রী নিহতের ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনছার
আলীকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত
কর্মদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত
কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী-১ মো. আবদুল হানিফ,
সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী ও চিকিৎসা কর্মকর্তা
ডা. শিবু নাথ।
এর আগে ঘটনার দিন বিকেলে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ
থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদের
তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এই কমিটিতে রয়েছেন- অতিরিক্ত
জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সদর সার্কেলের অতিরিক্ত
পুলিশ সুপার মো. সোহান সরকার ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল
মান্নান।
বুধবার (৯ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলার বিজয়পুর রেলক্রসিং দিয়ে তিন বান্ধবী একসঙ্গে স্কুলে যাচ্ছিল। এসময়
চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
মীম ও রিমার মৃত্যু হয়। তাসফিয়া ঘটনাস্থল থেকে কিছু দূরে ছিটকে পড়ে সেও
মারা যায়।