বৃহস্পতিবার বন্ধ ছিলো তাদের স্কুল
Published : Friday, 11 March, 2022 at 12:00 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার বিজয়পুরে ট্রেনে কাটা পরে পঞ্চম শ্রেণীর তিন
শিক্ষার্থীর প্রতি শোক জানিয়ে বন্ধ ছিলো তাদের শিক্ষা প্রতিষ্ঠান বিজয়পুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়। গত বুধবার মহানগর
প্রভাতী ট্রেনের নিচে কাটা পরে প্রাণ হারায় বিজয়পুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর তিন শিক্ষার্থী মীম, তাসফিয়া ও রীমা। তারা সদর
দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা। পাশাপাশি
বাড়ির এই তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যুতে শোকাহত তাদের সহপাঠী, শিক্ষক ও
এলাকাবাসী।
বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর
রহমান জানান, এমন মৃত্যু কোনভাবেই মেনে নেয়া যায় না। আমার স্কুলের এই তিন
শিশু শিক্ষার্থীর মৃত্যুতে আমরা শোকাহত । শোকপ্রকাশের জন্য বৃহস্পতিবার
স্কুল বন্ধ রাখা হয়।
একই ক্যাম্পাসের বিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোখশেদ হোসেন জানান, শিশুদের এমন মৃত্যুতে আমরা মর্মাহত।
তাদের প্রতি শোক জানাতে মাধ্যমিক বিদ্যালয়ও বন্ধ রাখা হয়েছে।
তবে
শনিবার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত ক্লাশ চলবে কি না এমন
প্রশ্নের জবাবে জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান জানান, এমন মৃত্যু
কারোরই কাম্য নয়। দুর্ঘটনায় এই তিন শিশু প্রাণ হারিয়েছে- তাদের শিক্ষা
প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার বন্ধ রাখা হয়েছে। তবে শনিবার থেকে স্কুল খুলবে কি
না এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানাবো।
দুর্ঘটনার
পর জেলা প্রশাসন থেকে গঠিত তদন্ত কমিটির সদস্য জেলা প্রাথমিক শিক্ষা
কর্মকর্তা আরো জানান, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন
রেললাইনের পাশে নিরাপত্তা বেষ্টনী তৈরী করা যায় কি না এ বিষয়ে স্কুল
কর্তৃপক্ষ ও রেলওয়ের সমন্বিত উদ্যোগ নেয়া হবে।
কুমিল্লা রেলওয়ের
উর্দ্ধতণ উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, স্কুলটির পাশে
রেললাইনটিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে দেয়ার পরিকল্পনা নেয়া হচ্ছে।