খেলোয়াড়ী জীবন শেষে কোচিংয়েও হাত পাকিয়ে ফেলেছেন লাসিথ মালিঙ্গা। তাই লঙ্কান টো ক্রাশারকে ফাস্ট বোলিং কোচ করেছে আইপিএল টিম রাজস্থান রয়্যালস।
সাবেক লঙ্কান ক্রিকেটার মালিঙ্গা আইপিএলেরও কিংবদন্তি। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১২২ ম্যাচ খেলে নিয়েছেন ১৭০ উইকেট। টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করেছেন ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকেই। ২০১৮ সালে এই দলটির বোলিং পরামর্শকও ছিলেন। পরে এই বছরের শুরুতে শ্র্রীলঙ্কার বোলিং স্ট্র্যাটেজি কোচেরও দায়িত্ব পালন করেছেন। ফলে সব মিলে মালিঙ্গার মতো একজনকে পেয়ে নিজেদের ঋদ্ধ ভাবতেই পারে রাজস্থান। যে দলটির হেড কোচের পাশাপাশি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন আরেক লঙ্কান গ্রেট কুমারা সাঙ্গাকারা। মালিঙ্গার পাশাপাশি হাই পারফরম্যান্স ফাস্ট বোলিং কোচ হিসেবে থাকছেন স্টেফান জোন্স।
নিয়োগ পাওয়ার পর উচ্ছ্বসিত মালিঙ্গা বলেছেন, ‘আইপিএলে ফিরতে পারা আমার জন্য অপূর্ব এক অনুভূতি। আর রাজস্থান রয়্যালসের মতো ফ্র্যাঞ্চাইজি, যারা কিনা তরুণ প্রতিভাদের সব সময় তুলে ধরেছে ও বিকাশে সহায়তা করেছে, তাদের দলে যোগ দিতে পারা পরম সম্মানের।’