ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ
Published : Friday, 11 March, 2022 at 8:15 PM
ইউক্রেনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ১৫ দিনে ৫৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪১ জনই শিশু। শুক্রবার একথা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা-ওএইচসিএইচআর।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই সংখ্যা আরও বাড়তে পারে। 

এই বিবৃতিতে বলা হয়, ‘নির্বিচার আক্রমণে ইউক্রেনে বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন। রাশিয়ার সেনারা বিস্তৃত এলাকা জুড়ে বিস্ফোরক জাতীয় অস্ত্র ব্যবহার করছে। মিসাইল, কামান, রকেটের সাথে বিমান হামলাও চালানো হচ্ছে।’
এদিকে কৌশলগতভাবে রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন জয়ের পথে আছে বলেই দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তার দাবি, তার দেশ মস্কোর আগ্রাসন মুক্ত হবেই। তবে কবে নাগাদ রাশিয়ার সেনামুক্ত হবে ইউক্রেন সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি জেলনস্কি।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, ‘এটা বলা অসম্ভব ইউক্রেনের ভূমি মুক্ত করতে আসলে কতোদিন লাগবে। কিন্ত আমরা এটা বলতে পারি আমরা এটাই করবোই। এরইমধ্যে আমরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে গেছি।’

 

সূত্র: আল জাজিরা