ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘ভোজ্যতেলের দাম দ্রুত কমে আসবে’
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM, Update: 12.03.2022 12:35:51 AM
‘ভোজ্যতেলের দাম দ্রুত কমে আসবে’দেশে লাগামহীনভাবে বাড়ছে ভোজ্যতেলের দাম। এর প্রভাব পড়ছে জনজীবনে। এমন পরিস্থিতিতে আশ্বাসের কথা শুনিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে কমে আসতে পারে দাম।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে। গত ৪০ বছরে সারা বিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি সময়ে তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে।’
কয়েক মাস ধরে বাড়ছে ভোজ্যতেলের দাম। দাম নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। তেল মজুত ঠেকাতে দেশজুড়ে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ সয়াবিন তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। দ্রুত সরকারের এসব উদ্যোগের ফল মিলবে বলে বিশ্বাস আইনমন্ত্রীর।
আগামী ১৪ মে কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন এবং ১ এপ্রিল কসবা পৌরসভা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখও ঘোষণা করেন আনিসুল হক। বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা পৌরসভার সাবেক মেয়র এমরান উদ্দিন প্রমুখ।
এরপর দুপুরে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামের পূর্ব পারায় সালদানদীর ওপর ৪৮ মিটার গার্ডার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী। এ উপলক্ষে স্থানীয় চারুয়া ঈদগাহ মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।