ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৬টি বসত ঘর ভস্মীভূত
Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM, Update: 12.03.2022 12:35:54 AM
দাউদকান্দিতে অগ্নিকাণ্ডে ৬টি বসত ঘর ভস্মীভূত আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে আগুনে ৬ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পরনে কাপড় ছাড়া ঘরে থাকা সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার জিংলাতলী ইউনিয়নের জিংলাতলী পূর্বপাড়া গ্রামের মিয়াজী বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রথমে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এরপর আস্তে আস্তে চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় ৬ টি ঘর।
প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পরে দাউদকান্দি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন অফিসার মো: নুরুজ্জামান বলেন, জিংলাতলি এলাকায় আগুন লেগেছে এমন সংবাদে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক মো: ওমর ফারুক মিয়াজী জানান, ভয়াবহ এ আগুনে ৬ টি ঘরসহ, ঘরের আসবাবপত্র ও নগদ ৫ লাখ টাকা অর্থসহ প্রায় ৪৫/৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্থ মোঃ হালিম মিয়াজি, সেলিম মিয়াজী,মোঃ ইব্রাহিম মিয়াজী, শহীদ মিয়াজী, জামাল মিয়াজী ও আক্তার মিয়াজী বলেন, আমাদের পরিবারের সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা অসহায় গরীব কৃষক মানুষ। আমরা সরকারের সাহায্য কামনা করছি।সরকারের সাহায্য ছাড়া এখন আমাদের যাওয়ার কোন পথ নাই।
আগুনে ক্ষতিগ্রস্ত শহিদ মিয়া বলেন, ঘরে নগদ ২ লাখ টাকা স্বর্ণ অলংকার, জায়গা জমির দলিলপত্র যা আছে সবকিছুই চোখের সামনে নিমিষে আগুনের ছাই হয়ে গেছে।
দাউদকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, অগ্নিকান্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগীতা করা হবে।