Published : Saturday, 12 March, 2022 at 12:00 AM, Update: 12.03.2022 12:35:59 AM
প্রাক-প্রাথমিকের
সরাসরি শ্রেণি কার্যক্রম চালু হচ্ছে আগামী ১৫ মার্চ থেকে। প্রতি রবিবার ও
মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (১০
মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা অফিস আদেশে এ তথ্য
জানানো হয়েছে। এর আগে গত ৯ মার্চ মন্ত্রণালয় জানিয়েছিল, ১৫ মার্চ থেকে
পাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম চালু হবে।
মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা
হয়, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে শিক্ষার্থীদের সুরক্ষার
জন্য ২০২০ সালের ১৬ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের সব ধরনের সরাসরি শ্রেণি
কার্যক্রম বন্ধ ছিল। পরবর্তী সময়ে গত ২ মার্চ সরাসরি সব শ্রেণির কার্যক্রম
চালু করা হলেও প্রাক-প্রাথমিকের শ্রেণি কার্যক্রম বন্ধ আছে।
অফিস আদেশে
আরও বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো রুটিনে প্রাক-প্রাথমিক
শ্রেণির কার্যক্রম ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় দেওয়া রুটিন অনুসারে
চালুর নির্দেশনা দেওয়া আছে। বর্তমানে দেশে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণের হার
বিবেচনা করে ২০ মার্চের পরিবর্তে আগামী ১৫ মার্চ সপ্তাহে দুই দিন (রবিবার ও
মঙ্গলবার) প্রাক-প্রাথমিকের সরাসরি শ্রেণি কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে
চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য
সংশ্লিষ্টদের অফিস আদেশে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় উপ-পরিচালক
(সকল), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট (সকল), প্রাথমিক
শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই), উপজেলা/থানা শিক্ষা অফিসার,
উপজেলা/থানা রিসোর্স সেন্টার, ইন্সট্রাক্টর, উপজেলা/থানা রিসোর্স সেন্টারকে
প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।