নিজস্ব
প্রতিবেদক: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম
এমপি বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবেলা করতে
হবে। কুমিল্লা সিটি কর্পোরেশনের জন্য গত এক বছরে আমি প্রায় ২ হাজার কোটি
টাকা বরাদ্দ দিয়েছি। এসব বরাদ্দের উন্নয়ন সঠিক ভাবে হতে হবে। বরাদ্দের টাকা
যেন তরসরুফ না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কুমিল্লা সিটি মেয়রের
দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, দখল হয়ে যাওয়া খাল, ড্রেন নালাসহ অন্যান্য
জায়গাগুলো উদ্ধার করতে হবে। উদ্ধার কাজে গিয়ে অনেক চ্যালেঞ্জ আসবে- সেগুলো
মোকাবেলা করতে হবে। কুমিল্লার উন্নয়নে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
কিছুদিন পূর্বে আমি নারায়ণগঞ্জে গিয়েছিলাম সেখানে অনেক উন্নয়ণ হয়েছে।
সেখানকার মেয়র মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন-এসব উন্নয়ন করতে গিয়ে অনেক
বাঁধা-চ্যালেঞ্জ এসেছে। কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করেই উন্নয়ন করতে
হয়েছে।
বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের ৫০ বছর পুর্তিতে শুক্রবার
সকালে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এক্স ক্যাডেট ক্যাম্পের
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো
বলেন, কুমিল্লায় আমি রাজনীতি করতে আসিনি। অথবা এখানে কারো জায়গা নিয়ে
নিজেকে জাহির করতে আসিনি। আমি এখানে মানুষের সেবা করতে এসেছি। নিজের
আন্তরিকতা থেকে সরকারি বরাদ্দগুলো আমি কুমিল্লার জন্য দিয়েছি। অন্য কোন
সিটি কর্পোরেশনে গিয়ে আমি আবেগ নিয়ে বলতে পারি না যে এটা আমার সিটি
কর্পোরেশন কিন্তু আমি কুমিল্লায় সেটা বলতে পারি। তাই আমি চাই কুমিল্লার
উন্নয়ণ হোক।
প্রস্তাবিত কুমিল্লা শেখ রাসেল ক্রীড়া পল্লীতে অনুষ্ঠিত
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক
সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পরিষদের
চেয়ারম্যান রিয়াল এডমিরাল (অব) আবু তাহের, পুলিশ সুপার মোহাম্মদ ফারুক
আহমেদ, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, জেলা
ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন।
বিওয়াইসিএফ এর
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ৪২
টি জেলা থেকে ৪০০ জন ক্যাডেট দুই দিনব্যাপী এই ক্যাম্পে থাকবেন।
স্থানীয়
সরকার মন্ত্রী বলেন, করোনা মহামারীর কারণে অনেক শিল্প-কলকারখানায় উৎপাদন
হ্রাস পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিলো, জ্বালানি তেলের দাম রেকর্ড
পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ভারত, চীন, ইংল্যান্ড, সিঙ্গাপুরসহ প্রায় বিশ্বের
সকল দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব
পড়েছে বিশ্ব বাজারে। বাংলাদেশ বিচ্ছিন্ন কোনো দেশ নয়। যার ফলশ্রুতিতে দেশেও
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কিছুটা মুল্য বৃদ্ধি পেয়েছে।
কুমিল্লা
শহরের উন্নয়নের জন্য বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে উল্লেখ করে
মন্ত্রী বলেন এসব প্রকল্প বাস্তবায়িত হলে কুমিল্লা জেলার ব্যাপক পরিবর্তন
আসবে। সিটি কর্পোরেশন আওতাধীন সকল খাল সংস্কার ও খনন করে সৌন্দর্য বৃদ্ধির
জন্য কাজ করা হবে। যারা খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন এগুলো
উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।