ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাতিজির বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে চাচার নৃশংসতা
Published : Wednesday, 16 March, 2022 at 1:04 PM
ভাতিজির বিয়েতে দাওয়াত না পেয়ে গরুর সঙ্গে চাচার নৃশংসতাপটুয়াখালীর দুমকিতে বিয়েতে দাওয়াত না পেয়ে গাভিন গরুকে কোপানোর অভিযোগ উঠেছে মো. রাজিব হাওলাদার নামে একজনের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

গরুটির মালিকের নাম মো. শহীদ মোল্লাহ। তিনি উপজেলার উত্তর পাঙ্গাশিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় একজন পান ব্যবসায়ী। অভিযুক্ত রাজিব হাওলাদার একই গ্রামের নূর ইসলাম হাওলাদারের ছেলে।

জানা গেছে, কিছুদিন আগে মেয়ের বিয়ের অনুষ্ঠানে রাজিব হাওলাদারকে দাওয়াত দেননি শহীদ। এ কারণে দিনদুপুরে তার একটি গরুকে কুপিয়ে জখম করেন রাজিব। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই হন।

ভুক্তভোগী মো. শহীদ মোল্লাহ বলেন, আমার সঙ্গে তাদের আর কোনো শত্রুতা নেই। শুধু আমার মেয়ের বিয়েতে দাওয়াত দেইনি বলে আমার সঙ্গে না পেরে আমার গাভিন গরুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে এমন নৃশংস হামলা চালায়। এতে আমার গরুটি অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত রাজিব হাওলাদারের চাচা মো. খলিল হাওলাদার বলেন, কুপিয়ে জখম করার ঘটনা মিথ্যা; তবে বরের পান নষ্ট করায় লাঠি দিয়ে দু-চারটা বাড়ি দিয়েছে।

দুমকি থানার ওসি মো. আবদুস সালাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।