বিজয়পুরে ট্রেনে কাটা পরে তিন ছাত্রীর মৃত্যু:
স্কুল সংলগ্ন রেললাইনে নিরাপত্তার বিষয়ে রেলের কোন সিদ্ধান্ত নেই
তানভীর দিপু:
Published : Saturday, 12 March, 2022 at 7:58 PM
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রী ট্রেনেকাটা পরে নিহত হবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন। শনিবার বিকালে রেলওয়ের উর্দ্ধতণ কর্মকর্তারা স্থানটি পরিদর্শন শেষে বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দেখা করেন। রেললাইন ও স্কুলটি পরিদর্শন শেষে এই স্থানটির নিরাপত্তায় কোন সিদ্ধান্ত জানাতে পারেন নি মহাব্যবস্থাপক। বরং স্কুল মাঠ সংলগ্ন রেললাইনের জায়গাটিতে নিরাপত্তা বেষ্টনী তৈরীর জন্য তিনি স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। রলওয়ের পূর্বাঞ্চলের মহা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানান, ঘটনাস্থলটি আমরা পরিদর্শন করেছি। বৈধ লেভেল ক্রসিং থেকে দূরে এই ঘটনাটি ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ এখানে সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে পারেন। এই এলাকার মানুষকে সচেতন হতে হবে। আর নিরাপত্তা বেষ্টনীর বিষয়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত এবং পদক্ষেপ নিতে হবে। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে রেললাইনের নিরাপত্তা বেষ্টনী তৈরী নিয়ে কোন আশ্বাস না পেয়ে হতাশা প্রকাশ করেছেন বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ সাদেকুর রহমান জানান, আমরা আশা করেছিলাম রেলওয়ে কর্তৃপক্ষ কোন একটি ব্যবস্থা করে দিয়ে যাবেন। ফুটওভার ব্রীজ, আন্ডারপাস কিংবা নিরাপত্তা বেষ্টনী কোন কিছু তৈরীর কথাই তারা জানান নি। আমরা খুব হতাশ হয়েছি।