ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোড ভেরিফাই করবে হোয়াটসঅ্যাপ ওয়েব
Published : Saturday, 12 March, 2022 at 8:23 PM
কোড ভেরিফাই করবে হোয়াটসঅ্যাপ ওয়েবনিরাপত্তার আরেকটি স্তর বাড়ালো হোয়াটসঅ্যাপ ওয়েব। সম্প্রতি প্রতিষ্ঠানটি কোড ভ্যারিফাই নামের ফিচারটির ঘোষণা দেয়। ফিচারটি রিয়েল টাইমে থার্ড পার্টির মাধ্যমে ব্যবহারকারীর ইন্টারফেসে কোডের মাধ্যমে ভেরিফাই-এর ব্যবস্থা করবে। হোয়াটসঅ্যাপ জানায়, সহজ প্রক্রিয়াটি হোয়াটসঅ্যাপ ওয়েবে নিরাপত্তার জন্য একটি ট্রাফিক লাইট হিসেব কাজ করবে।

সংবাদ মাধ্যম সমাচার সেন্ট্রাল জানায়, ক্লাউডফায়ারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ফিচারটি চালু হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, অন্যান্য মেসেজ সার্ভিসে ব্যবহারের সুবিধার জন্য কোড ভেরিফাইকে ওপেন সোর্স করা হয়েছে।

 

যেভাবে কাজ করবে

ফিচারটি গুগল ক্রোম, ফায়ারফক্স এবং মাইক্রসফট এজ ব্রাউজারে কাজ করবে। ব্যবহারকারীকে এর এক্সটেনশন ইনস্টল করে নিতে হবে। এরপরে ফায়ারফক্স এবং এজ ব্রাউজারে এটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। গুগল ক্রোমে একে পিন করে চালু করতে হবে। যখন কোনও ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করবে, এক্সটেনশনটি আপনাআপনি হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে ব্রাউজারে পাঠানো কোড ভেরিফাই করবে। ভেরিফাই করার পর যদি কোড ম্যাচ করে তাহলে কোড ভেরিফাই আইকনটি ব্রাউজারে নীল রং ধারণ করবে।

যদি হোয়াটসঅ্যাপ ওয়েব লোড হওয়ার সময় এটি কমলা রং ধারণ করে তাহলে বুঝে নিতে হবে অন্য কোনও ব্রাউজার এখানে অবৈধ প্রবেশের চেষ্টা করছে অথবা রিকোয়েস্টটি টাইমআউট হয়ে গেছে অর্থাৎ পেজটি রিফ্রেশ করতে হবে।

যদি লাল রং দেখায়, তার মানে পাঠানো কোডে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। সেক্ষেত্রে ব্যবহারকারী সুইচ করে মোবাইলে চলে যেতে পারেন।