ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া এ বছর বাংলাদেশে সম্পন্ন হবে
Published : Wednesday, 16 March, 2022 at 5:46 PM
হজযাত্রীদের ভিসা প্রক্রিয়া এ বছর বাংলাদেশে সম্পন্ন হবেহজযাত্রীদের হয়রানি কমানোর জন্য এ বছর শতভাগ ভিসা প্রক্রিয়া বাংলাদেশে সম্পন্ন হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বুধবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আব্দুল মোমেন বলেন, হজে যারা যাবেন তারা যাতে ভিসা সম্পন্ন করে যেতে পারেন এবং হয়রানি কম হয় সে বিষয়ে আলোচনা করেছি।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যাত্রীদের সুবিধার জন্য এবছর শতভাগ ভিসা প্রক্রিয়া বাংলাদেশ থেকে সম্পন্ন হবে যাতে করে কোনও হয়রানি না হয়। এটিতে আমাদের হজযাত্রীরা নিশ্চয়ই খুব খুশি হবেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সৌদি আরব গত বছর ২৬৫টি স্কলারশিপ দিয়েছিল বাংলাদেশিদের জন্য। কিন্তু এর মধ্যে মাত্র ৮০ জন সৌদি আরব গেছেন। এ বিষয়ে আমাদের কাজ করতে হবে—কেন শিক্ষার্থীরা যাচ্ছে না।

তিনি বলেন, আমি সৌদি মন্ত্রীকে বলেছি তাদের ছাত্ররাও বাংলাদেশের এসে পড়াশোনা করতে পারে।