Published : Thursday, 17 March, 2022 at 12:00 AM, Update: 17.03.2022 1:12:21 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৭ ইটভাটাকে ১৯ লাখ টাকা
জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) এবং বুধবার (১৬ মার্চ) দুই দিন
পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার সদর, সদর দক্ষিণ,
চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলার এসব ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযান
পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা
পারভীন ।
অভিযানে কুমিল্লা সদর উপজেলার চাপাপুর এলাকায় অবস্থিত কুমিল্লা
ব্রিক্সকে ৪ লাখ ৫০ হাজার, শংকরপুর এলাকার এস ইসলাম ব্রিকসকে ২ লাখ ৫০
হাজার, সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর এলাকার আশ্রাফ ব্রিক্সকে ৫ লাখ, একই
উপজেলার ভল্লবপুর এলাকার ইসলামিয়া ব্রিক্সকে ৫ লাখ, চৌদ্দগ্রাম উপজেলার
নারায়ণপুর এলাকার মিরাজ ব্রিক্সকে ৩ লাখ, একই উপজেলার বাঙ্গালমুড়ি এলাকার
কোয়ালিটি ব্রিক্সকে ১ লাখ ৫০ হাজার এবং বুড়িচং উপজেলার কংশনগর এলাকার ইসলাম
ব্রিকসকে ১লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও চান্দিনা, দেবিদ্বার,
মুরাদনগর ও বুড়িচং উপজেলার ৫ টি সীসা গলানোর কারখানা উচ্ছেদ ও একটিকে ৬০
হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন
জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন
করায় এসব ইটভাটাকে মোবাইলকোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এর মধ্যে
তিনটি ইটভাটা আগামি দুই মধ্যে ইট পোড়ানো বন্ধ করার জন্য অঙ্গীকার করেছে।
পরিবেশের সুরক্ষায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।