ইউক্রেনে একশ’ কিলার ড্রোন পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঘোষণা করা বড় আকারের সামরিক সহায়তার প্যাকেজের আওতায় এসব ড্রোন সরবরাহ করা হবে। এই ‘সিদ্ধান্তের সঙ্গে পরিচিত’ সূত্রের বরাতে এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সামরিক সূত্র জানিয়েছে, সুইচব্লেড-৩০০ নামে পরিচিত এই কিলার ড্রোনটি মার্কিন বাহিনী পিঠে পরা ব্যাগ থেকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি কামিকাজে ড্রোন নামেও পরিচিত।
কংগ্রেসীয় কর্মকর্তারা এনবিসি নিউজকে জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির নকশা করা হয়েছে সেনাদলের ওপর সুনির্দিষ্টভাবে আঘাত হানার জন্য। কয়েক মাইল দূর থেকে এটি লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে।
রাশিয়ার নকশা করা হলেও এই অস্ত্রটি বেশ কয়েকটি ইউরোপীয় ন্যাটো সদস্যের কাছে রয়েছে। আর সেই কারণে ইউক্রেনের সামরিক বাহিনীতে তা সংযুক্ত করা সম্ভব হবে মনে করা হচ্ছে।