লাহোরে পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্টের উইকেট তৈরি সহায়তা করার জন্য অস্ট্রেলিয়া থেকে পিচ কিউরেটর আনলো পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। লাহোরের উইকেট তৈরিতে অস্ট্রেলিয়ার থেকে পাকিস্তানে উড়ে আসেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) সাবেক ও আইসিসি একাডেমির কিউরেটর টবি লুমসডেন।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ব্যাট হাতে রানের বন্যায় বইয়েছেন অস্ট্রেলিয়া-পাকিস্তানের ব্যাটাররা। সেই উইকেট থেকে কোন সুবিধাই পাননি বোলারার। এতে নিষ্প্রাণ ড্র হয় টেস্টটি। এমন ড্র’তে উইকেটের সমালোচনা করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এমনকি আইসিসি কর্তৃক শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্টও পায় ঐ ভেন্যু।
তাই ভবিষ্যতে আর কোন ভেন্যু যেন শাস্তির আওতায় না পড়ে, এজন্য সর্তক পিসিবি। তাই লাহোরে তৃতীয় টেস্ট শুরুর দশ দিন আগে কিউরেটর লুমসডেনকে নিয়ে আসে পিসিবি।
২০১০ সালে আইসিসির একাডেমির সঙ্গে যুক্ত হয়েছিলেন লুমসডেন। প্রায় এক দশকের বেশি সময় আইসিসি একাডেমির সাথে যুক্ত ছিলেন লুমসডেন।