সার্বিয়ার বেলগ্রেডে শুক্রবার শুরু হয়েছে ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম বড় এই চ্যাম্পিয়নশিপে প্রতিনিধিত্ব থাকছে বাংলাদেশেরও।
ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি অ্যাথলেট ইমরানুর রহমানকে এই প্রতিযোগিতায় পাঠিয়েছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। আজ শনিবার বিকেলে ইমরান ৬০ মিটার স্প্রিন্টে খেলতে নামবেন বিশ্বের বড় বড় তারকা অ্যাথলেটদের সঙ্গে।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ৬০ মিটার স্প্রিন্টের পঞ্চম হিটে অংশ নিবেন ইমরান। পাঁচ নম্বর হিটে অংশ নিবেন ৭ জন স্প্রিন্টার, তাদের মধ্যে রয়েছেন টোকিও অলিম্পিকে ১০০ মিটারে স্বর্ণজয়ী অ্যাথলেট মার্সেল জ্যাকবস।
জাতীয় অ্যাথলেটিকসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ২২ বছর আগের রেকর্ড ভেঙেছিলেন লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর জার্সিতে দেশের নতুন দ্রুততম মানব হওয়া ইমরান এবার লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে।
উল্লেখ্য, সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে ইমরান ১০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে ১০.৫০ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন। তিনি ভেঙেছেন ১৯৯৯ সালে প্রয়াত মাহবুব আলমের করা ১০.৫৪ সেকেন্ডের রেকর্ড।