কুমিল্লায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী
উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্ধোধন করা হয়েছে। গতকাল
বৃহস্পতিবার বিকালে নগরীর টাউন হল মাঠে সাতদিন ব্যাপি এ মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান।
মেলার উদ্ধোনী
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা সিটি
কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ
কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার, মুক্তিযুদ্ধ
বিষয়ক গবেষক আবুল কাশেম হৃদয়সহ অন্যান্যরা।
সরকারি বিভিন্ন
দপ্তরের কাযক্রম সম্পর্কে জানানো ও মেলা থেকে সহজ সেবা প্রদানের লক্ষে এ
মেলার আয়োজন করেন জেলা প্রশাসন কুমিল্লা। ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পযর্ন্ত
সাতদিন ব্যাপী মেলায় ২২ টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।
মেলায় কুমিল্লাবাসীর নজর কেড়েছে
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ‘আলোকচ্চিত্রে কুমিল্লায় বঙ্গবন্ধু’
শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা উদ্বোধনের
পরই এই প্রদর্শনী উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল
হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধনীতে আরো
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, মুক্তিযুদ্ধ
বিষয়ক গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, বিশিষ্ট
নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী।
জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায়
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম
হৃদয়ের সংগৃহিত কুমিল্লায় বঙ্গবন্ধুর পদচারণা এবং তাঁকে নিয়ে নানা ঘটনার
স্মৃতিবহুল এসব ছবি নিয়ে প্রদর্শনীটি আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থান
পেয়েছে কুমিল্লা টাউন হল মাঠে, কুমিল্লা সেনানিবাসসহ বিভিন্ন জায়গায় জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তত ৫০টি ছবি।