তানভীর দিপু:
১৭
মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু
দিবসের দিনেই কুমিল্লায় শুরু হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে
মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা। মেলায় কুমিল্লাবাসীর নজর কেড়েছে
কুমিল্লা জেলা প্রশাসনের আয়োজনে ‘আলোকচ্চিত্রে কুমিল্লায় বঙ্গবন্ধু’
শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা উদ্বোধনের
পরই এই প্রদর্শনী উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল
হাসান ও পুলিশ সুপার ফারুক আহমেদ। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধনীতে আরো
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, মুক্তিযুদ্ধ
বিষয়ক গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়, বিশিষ্ট
নাট্য ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী।
জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায়
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম
হৃদয়ের সংগৃহিত কুমিল্লায় বঙ্গবন্ধুর পদচারণা এবং তাঁকে নিয়ে নানা ঘটনার
স্মৃতিবহুল এসব ছবি নিয়ে প্রদর্শনীটি আয়োজন করা হয়। প্রদর্শনীতে স্থান
পেয়েছে কুমিল্লা টাউন হল মাঠে, কুমিল্লা সেনানিবাসসহ বিভিন্ন জায়গায় জাতির
জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্তত ৫০টি ছবি।
গতকাল সন্ধ্যায়
প্রদর্শনী শুরুর পর থেকেই শিশু থেকে বৃদ্ধ নানান বয়সী মানুষের ভিড় জমে
প্রদর্শনীতে। স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে এসে
কুমিল্লার কোন জায়গায় বঙ্গবন্ধুর কি স্মৃতি আছে সেসব জানার চেষ্টা করছিলেন।
বয়স্করা অনেকেই এসব ছবি দেখে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করার চেষ্টা
করেন। তরুণদের দেখা যায় বঙ্গবন্ধুর এসব বিরল ছবির সাথে নিজেদের সেলফি
তুলতে। প্রদর্শণী দেখতে এসে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী
মাহমুদুর রহমান জানান, আমরা জানতামই না কুমিল্লার কোন কোন জায়গায় জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচারণা রয়েছে। এই প্রদর্শণীতে এসে জানতে
পারলাম- কুমিল্লা বঙ্গবন্ধুর স্মৃতিধণ্য।
কুমিল্লা নজরুল ইনস্টিটিউট
কেন্দ্রের উপ-পরিচালক মোঃ আল-আমিন জানান, কুমিল্লায় জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের উপস্থিতি এবং সেসব স্মৃতিগুলো নতুন প্রজন্মের কাছে
তুলে ধরতে এই প্রদর্শণী অনণ্য ভূমিকা রাখবে। সাধারণ মানুষ ছবির মাধ্যমে
সহজেই জানতে পারবে এই কুমিল্লা জাতির জনকের পদচারণায় ধন্য হয়েছে।