ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
তানভীর দিপু
Published : Thursday, 17 March, 2022 at 12:49 PM
৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি- কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রীবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে চান্দিনার "মহিচাইল ২০শয্যা হাসপাতালের অন্তঃ বিভাগের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যোগদেন স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহিদ মালিক এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন আমরা ৮০শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। এছাড়া করোনা মোকাবেলায়ও আমাদের ভুমিকা উল্লেখ জনক বলে মন্তব্য করে তিনি সবাইকে সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান। পরে ২০ শয্যা হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষণা করেন।  
উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে সভাপতিত্ব করেন কু‌মিল্লা চা‌ন্দিনা- ৭ আসনের সংসদ সদস‌্য ডাঃ প্রাণ গোপাল দত্ত, উপস্থিত ছিলেন,  জেলা সি‌ভিল সার্জন ডাঃ মীর মোবারক হো‌সেনসহ স্থানীয় নেতৃবৃন্দরা।  প‌রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ সু‌জিবুর রহমা‌নের জন্মবা‌র্ষিকীর কেক কা‌টেন শিশু কি‌শোররাসহ অনুষ্ঠা‌নের অ‌তি‌থিরা।