ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টানা দুই জয়ে সেমিতে বাংলাদেশ
Published : Sunday, 20 March, 2022 at 2:04 PM
টানা দুই জয়ে সেমিতে বাংলাদেশবঙ্গবন্ধু কাপ কাবাডিতে কাউকেই পাত্তা দিচ্ছে না স্বাগতিক বাংলাদেশ। ইংল্যান্ডের পর এবার মালয়েশিয়াকে উড়িয়ে দিয়ে টানা দুই জয়ে সেমি-ফাইনালে উঠে গেছে আরদুজ্জামান-রাজীবরা।
রোববার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারায় বাংলাদেশ। প্রথমার্থে ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল শিরোপাধারীরা।

ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশ। 

পরিসংখ্যানের পাতায় ইংলিশদের বিপক্ষে আধিপত্য ধরে রাখে দল। ২০১৬ সালে ভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপের ম্যাচে তাদের বিপক্ষে পাওয়া জয়টি ছিল ৫২-১৮ ব্যবধানের।

আট দল নিয়ে হওয়া এবারের আসরে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালের টিকেট পেয়েছে শ্রীলঙ্কাও। 

রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪৪-১৯ পয়েন্টে হারিয়েছে তারা।

টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ইংল্যান্ড ও মালয়েশিয়া। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৯-১০ পয়েন্টে হেরেছিল মালয়েশিয়া।

গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামী সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

গতকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় দ্বিতীয় বারের মত আয়োজিত ‘বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক উন ইয়ং হ্যাক ই প্রসাদ রাও, স্টার স্পোর্টসের সিইও অরুন গোস্বামী, সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এবং বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।