ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতের এই জনপ্রিয় টুর্নামেন্টে হিন্দির চেয়ে ইংরেজিতে ধারাভাষ্য দিলে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক পাওয়া যায়।
ভারতের শতকরা ৪৫ জন লোক হিন্দিতে কথা বলেন। অন্যান্য ভাষায় কথা বলেন মাত্র ১০ শতাংশ লোক। অথচ ভারতের নিজস্ব টুর্নামেন্টে কদর নেই হিন্দির। হিন্দির পরিবর্তে ইংরেজিতে ধারাভাষ্য দিলে বেশি পারিশ্রমিক মিলে।
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫তম আসর। আইপিএলের আসন্ন আসরে হিন্দিতে ধারাভাষ্য দেবেন- বিরাট কোহলিদের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী, সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর, সুরেশ রায়না, আকাশ চোপড়া, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, নিখিল চোপড়া, কিরণ মোরে।
ইংরেজিতে ধারাভাষ্য দেবেন- সুনীল গাভাস্কার, লক্ষ্মণ শিবরামকৃষ্ণ, মুরালি কার্তিক, দীপ দাশগুপ্ত, আঞ্জুম চোপড়া, হার্শা ভোগলে। বিদেশিদের মধ্যে ইংরেজিতে ধারাভাষ্য দেবেন- ইয়ান বিশপ, অ্যালান উইলকিনস, পমি মবাংওয়া, নিক নাইট, ড্যানি মরিসন, সাইমন ডুল, ম্যাথু হেইডেন ও কেভিন পিটারসেন। আর সিলেক্ট ডাগআউটে থাকবেন ইয়ান বিশপ, অনন্ত ত্যাগী, নিরোলি মিডোস, গ্রায়েম সোয়ান ও স্কট স্টাইরিসরা।
জানা যায়, আইপিএলে যারা ইংরেজি ভাষায় ধারাভাষ্য দেবেন, তারা সবাই আড়াই লাখ থেকে পাঁচ লাখ ডলার পারিশ্রমিক পাবেন। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১৫ লাখ থেকে ৪ কোটি ৩০ লাখ টাকা।
আর যারা হিন্দি ভাষায় ধারাভাষ্য দেবেন তারা ৮০ হাজার থেকে সাড়ে ৩ লাখ ডলার পর্যন্ত পাবেন। বাংলাদেশি মুদ্রায় ৬৯ লাখ থেকে ৩ কোটি টাকার মতো।
সবচেয়ে বেশি আয় করবেন সিলেক্ট ডাগআউটে যারা থাকবেন তারা। স্টাইরিস-সোয়ানদের আয় পাঁচ লাখ থেকে সাড়ে সাত লাখ ডলারের মতো। তারা ৪ কোটি ৩০ লাখ থেকে ৬ কোটি ৪৬ লাখ টাকা পর্যন্ত আয় করবেন।